হাইড্রোপনিক ফার্মিং এখনকার সময়ের জনপ্রিয় ফার্মিং পদ্ধতিগুলোর একটি। তবে অনেকেই আছেন যারা ভালোভাবে না জেনে এই ফার্মিং শুরু করেন এবং কিছু ভুলের কারণে আশানুরূপ ফলাফল পান না। আজকে জানাবো হাইড্রোপনিক ফার্মিং এর প্রচলিত তিনটি ভুল যা সবার এড়িয়ে চলা উচিত।
১। সঠিক পি.এইচ লেভেল বজায় না রাখা
হাইড্রোপনিক ফার্মের প্রতিটি গাছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পৌঁছানোর প্রধান একটি শর্ত হলো সঠিক পি. এইচ লেভেল বজায় রাখা। অনেকেই এ বিষয়টি সেভাবে গুরুত্ব দেন না। এ ভুলটি করা যাবে না। সবসময় চেষ্টা করবেন আপনার ফার্মের পি.এইচ লেভেল ৫.৫-৬ এর ভেতর রাখতে, তাতে করে সব গাছ সঠিকভাবে পুষ্টি পাবে এবং ফলনও ভালো হবে।
২। প্রয়োজনের চাইতে কম বা বেশি লাইটিং রাখা
অতিরিক্ত লাইটিং কিংবা কম লাইটিং- দু’টোই হাইড্রোপনিক ফার্মের গাছের বৃদ্ধির জন্য ক্ষতিকর। বরং এমনভাবে লাইটিং এর ব্যবস্থা করতে হবে, যাতে করে প্রতিটি গাছে যতটুকু লাইটিং যতক্ষণ সময় ধরে প্রয়োজন, ততটুকুই পৌছায়।
৩। পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না রাখা
আপনার হাইড্রোপনিক ফার্মে যদি বাতাস চলাচল করতে না পারে, তাহলে গাছে ক্ষতিকর ফাংগাসের সংক্রমণ হতে পারে। তাই ফার্মের ভেন্টিলেশন সিস্টেমের দিকে বাড়তি নজর দিন।
এই ভুলগুলো এড়িয়ে চলতে পারলে হাইড্রোপনিক ফার্মিং এর মাধ্যমে উন্নত মানের ফসল পাওয়া সম্ভব হয়।


