How to store hydroponic fruits or vegetables

হাইড্রোপনিক ফল বা শাকসবজি কীভাবে সংরক্ষণ করলে তা একদম টাটকা থাকবে এ প্রশ্ন অনেকেরই। চলুন জেনে নেওয়া যাক সহজ কিছু টিপস-

১। অতিরিক্ত ময়েশ্চার যেকোনো ফল বা সবজির জন্য ক্ষতিকর। তাই সংরক্ষণ করার আগে নরম কাপড় দিয়ে ফল বা সবজিতে লেগে থাকা পানি ভালোভাবে মুছে ফেলুন।

২। রেফ্রিজারেটরের খোলা অংশে না রেখে ড্রয়ার ব্যবহার করুন।

৩। রেফ্রিজারেটরের টেম্পারেচার ০-৪ ডিগ্রি সেলসিয়াস (৩২-৪০) ডিগ্রি ফারেনহাইট রাখার চেষ্টা করুন।

৪। বাতাস চলাচল করতে পারে এমন কন্টেইনারে হাইড্রোপনিক ফল ও সবজি সংরক্ষণ করুন।

৫। প্রতিটি ফল ও সবজির জন্য আলাদা আলাদা কন্টেইনার ব্যবহার করুন।

প্যারামাউন্ট এগ্রোতে হাইড্রোপনিক পদ্ধতিতে উৎপাদন করা হয় রকমেলন, স্ট্রবেরি, বারি টমেটো, লেটুস ইত্যাদি বিভিন্ন রকম ফল ও শাকসবজি। ঘরে বসে সেরা মানের হাইড্রোপনিক পণ্য পেয়ে যেতে প্যারামাউন্ট এগ্রোর সাথেই থাকুন।

Add a Comment

Your email address will not be published.

All Categories

Recent Posts

Agriculture & Organic Farms

SPECIAL ADVISORS
Quis autem vel eum iure repreh ende

+0123 (456) 7899

contact@example.com